-
- লিড নিউজ
- নবীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত
- আপডেট টাইম : November, 4, 2018, 9:06 pm
- 606 বার
নবীগঞ্জ প্রতিনিধি ।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরকত মিয়া(২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৪টার দিকে বিজনারপাড় এলাকায় ঘটে।
নিহত বরকত মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল বনগাঁও বাসিন্দা । বরকত নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, ওই সময় আউশকান্দি থেকে মোটর সাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে আহত হন বরকত । গুরুতর আহত অবস্থায়
বরকত মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এদিকে ছাত্রদল নেতার মৃত্যুর খবর শুনে বরকতের বাড়িতে ছুটে যান নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলিসহ ছাত্রদলের নেতৃবৃন্দ । এসময় তারা শোক প্রকাশ করে। সোমবার সকালে বরকতের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply