স্টাফ রিপোর্টারঃ ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার দিনার পুর সাতাইহাল আশ্বিকানে আউলিয়া সুন্নী যুব সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থ ইসলামী সুন্নী মহাসম্মেলন গত বৃহস্পতিবার দিবাগত রাতে সম্পন্ন হয়। এতে দেশ বরেণ্য মোফাচ্ছিরে ওলামায়ে কেরামগন বয়ান পেশ করেন। এতে প্রায় অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহনে লোকে লোকারণ্য হয়ে যায় সাতাইহালের ফুলতলীর বাজার এলাকা। আলহাজ্ব মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব নূর উদ্দীন আহমেদ (বীর প্রতীক) সহসভাপতি সাবেক মেম্বার ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তোয়াব উল্লা। প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. আতা উল্লাহ্ বোখারী, বরিশাল। বিশেষ বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ও গদ্দিনীশীন পীর বি-,বাড়ীয়া দরবার শরীফের মুফতি গিয়াস উদ্দীন আত্ তাহেরী সাহেব। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা জাফরান আহমেদ সাহেব ভারপ্রাপ্ত সুপার দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নীয়া আলীম মাদরাসা। এছাড়াও দেশ বরেণ্য আলেমেদ্বীন মোফাচ্ছিরে কোরআন বয়ান পেশ করেন।
Leave a Reply