সংবাদদাতা::স্কিলস ক্রাফট এসোসিয়েট এর উদ্যোগে ও শেভরন বাংলাদেশ এর অর্থায়নে প্রশিক্ষন শেষে তৃতীয় ব্যাচের ৯০ জন যানবাহন চালকদের মধ্যে সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
শনিবার বেলা ২টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয় হল রুমে সার্টিফিকেট বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাইরেক্টর করপোরেট এফেয়ার্স চৌধুরী ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ এর এসিস্টেন্ট ম্যানেজার ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট এন্ড কমিউনিকেশন হাসান ইমাম আকন্দ, কমিউনিটি এনগেজমেন্ট সিনিয়র কর্ডিনেটর আব্দুল লতিফ,কর্ডিনেটর শ্রী নিবাস,আরিফ আক্তার,নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ প্রমুখ। অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,সি ই ও এন্ড লিড ট্রেইনার মাহাবুব আলম।
রাস্তায় দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন যানবাহনের চালকদের প্রশিক্ষন শেষে ৩০ জন চালকদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন অতিথিবৃন্দ। ইতি পূর্বে ৩য় ব্যাচের চালকদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
Leave a Reply