-
- জাতীয়
- নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩৪টি মামলায় অর্থদন্ড
- আপডেট টাইম : July, 27, 2021, 12:18 pm
- 260 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৩৪ টি মামলায় ১৭৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।
জানা যায় উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও আউসকান্দি বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযাব পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে উল্লেখিত পরিমান অর্থদন্ড করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply