সংবাদদাতা: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে একই উপজেলার রায়পুর গ্রামে অসুস্থ্য ভাসুরকে দেখতে যান বৃদ্ধা চান বিবি। পরে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সকালে ঘন কুয়াসা কারনে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বিজিনা ব্রীজের নীচে খাদে পড়ে যায়। এতে চান বিবিসহ অপর সিএনজি যাত্রী আহত হন। গুরুতর আহত চান বিবিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চান বিবিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমদ লাশের সরতহাল রিপোর্ট তৈরী করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply