-
- জাতীয়
- নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট টাইম : July, 7, 2022, 9:56 pm
- 192 বার
রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খালেকুজ্জামান লায়েক(৪৫) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃত লায়েক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৌলানা মুহিবুর রহমানের পুত্র।
পুলিশ সূত্র জানায়,২০১৫ সালের সিলেট জালালাবাদ থানায় দায়েরকৃ একটি হত্যা মামলায় খালেকুজ্জামান লায়েকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়। এরপর থেকে সে পলাতক ছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলমের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় কৈলাশগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply