নবীগঞ্জে হিরা মিয়া গার্লস হাইস্কুল সড়কের বেহাল দশা।। জনদুর্ভোগ

মোঃ নাবেদ মিয়া,নবীগঞ্জ থেকে::নবীগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিরা মিয়া গার্লস হাইস্কুল সড়ক মেরামতের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে করে বাড়ছে জনদুর্ভোগ। স্কুল, কলেজ, মাদরাসা পড়–য়া শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এ যেন দেখার কেউই নেই। গত ৭ সেপ্টেম্বর থেকে এই সড়কে গর্তে জমে থাকা বৃষ্টির পানি ও ভাঙ্গা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে। শনিবার ১৮ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ছবি এবং সড়কটির নাজেহাল অবস্থা একই দেখা গেছে। সড়কের পিস উঠে গিয়ে বড়,বড় গর্তে পরিণত হয়েছে। মানুষ চলাচলে অনুপযোগী হয়েগেছে। এই সড়কটি নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্কুল,কলেজ ,মাদরাসা খোলার দিনে সড়কটি দিয়ে শত,শত শিক্ষার্থীরা চলাচল করেন এ সড়কে। বর্তমানে সড়কটি কাঁদায় আর পানিতে ভরপুর। ছোট,ছোট যানবাহন চলাচলে রয়েছে চরম ঝুঁকি। ভাঙ্গা গর্তে গাড়ির চাকা উল্টে গিয়ে কাঁদায় আর পানিতে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। এজন্য সড়কটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা