জুয়েল খাঁন:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছাতির মিয়া(৩৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত ছাতির উপজেলার বোয়জোর গ্রামের আব্দুস ছবহান এর পুত্র।
বুধবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন,এএসআই অনিক হোসেন,এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালজোর এলাকা থেকে ছাতির মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ছাতির মিয়া এক বছরের সাজাপ্রাপ্ত,১হাজার টাকা অর্থদন্ডসহ তার বিরুদ্ধে মাননীয় আদালতে বিভিন্ন ধারায় ৬টি জিআর মামলা রয়েছে। এক বছর ধরে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মঙ্গলাবার রাতে নবীগঞ্জ থানার এসআই সামুছুল ইলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ সুয়েদ আহমদ (২৫)কে গ্রেফতার করেছে। আটকৃতের বাড়ি উপজেলার দি গ্রামের মৃত আব্দুল বাছিরের পুত্র। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply