বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ– ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার সামন থেকে নবীগঞ্জ থানা পুলিশের হাতে ৩৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের রুস্তুমপুর টোল প্লাজার সামন থেকে গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছুজ্জামান খানঁ সহ একদল পুলিশ রোস্তমপুর টোলপ্লাজা এলাকার চতুরদিকে অভিযান চালায়। এতে ১টি প্রাইভেট কার, ৩৫ কেজি গাঁজা উদ্ধার সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে মৌলভীবাজার উপজেলার কুলাউড়া থানার উত্তর বড় কাফন গ্রামের মোঃ আফতাব আলীর পুত্র শহিদ মিয়া (২৮)।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, নবীগঞ্জ উপজেলা জুড়ে আমাদের মাদক বিরুদ্ধি অভিযান চলছে। উপজেলায় এটা একটা মাদক অভিযানের অংশ বিশেষ। আমাদের চেষ্টা নবীগঞ্জকে মাদক মুক্ত করা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবানও জানান তিনি। এ ব্যাপারে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Leave a Reply