নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করে গতকাল শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান ৩ মাসের জেল জরিমানা করেছেন। সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে ১০নং দেবপাড়া ইউপির ফরিদ পুর গ্রামে একদল জুয়ারিরা দিন দুপুরে প্রকাশ্যে জুয়াখেলা করে আসছিলো। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হলিমপুর গ্রামের পাবলু (৩০) ফরিদপুর গ্রামের মাসুক মিয়া (৪০) সাটিয়া গ্রামের লিলু মিয়া (৪৫) দেওয়ান নগর গ্রামের আব্দুল হামিদ (৫০) আটক করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের কাছে হাজির করা হলে তিনি জুয়ারিদের ৩ মাসের জেল অনাদায়ে ১৩ হাজার টাকা করে জরিমানা করেন। পরে আসামীদের জরিমানা আদায় করে গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply