সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার পাইক পাড়া গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা সহ শফিকুর রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। জানাজায়, হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক খালেদুল করিম এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে নবীগঞ্জ উপজেলার বাউসা ইনিয়নের পাইক পাড়া গ্রামের শারং বাড়ীতে অভিযান চালায় তারা । এসময় ইয়াবা ব্যবসায়ী শফিকুর রহমানকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত শফিকুর রহমান ওই উপজেলার পাইক পাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র। গত মঙ্গলবার উল্লেখিত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য অধিদফতরের একজন কর্মকর্তা জানান আটককৃত শফিকুর রহমান দীর্ঘদিন ধরে গোপনে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটক শফিকুর রহমান কে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply