নবীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে মোহাম্মদ আলী ওরফে মোল্লা (৪২) নামে পাঁচ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার চিটারচর গ্রামের ইউনুছ মাতব্বরের পুত্র। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় বসবাস করছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম-এর দিকনির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ১মার্চ রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ওরফে মোল্লার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা