-
- জাতীয়
- নবীগঞ্জ আওয়ামীলীগ নেতার পুত্র দশম শ্রেণীর মেধাবী ছাত্র অমিতের পরলোক গন
- আপডেট টাইম : October, 23, 2021, 12:50 am
- 234 বার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থের একমাত্র পুত্র বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র অমিত পুরকায়স্থ(১৫) গ্যাষ্টোলজী জনিত সমস্যার কারনে দীর্ঘদিন যাবত চিকিৎসারত অবস্থায় ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে ২১ অক্টোরব বৃহস্পতিবার সকাল ৮,৩০ মিনিটের সময় পরলোক গমন করেছে। ( দিব্যান লোকান সঃ গচ্ছতু)। মেধাবী ছাত্র অমিতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃত্যুকালে সে বাবা,মা,১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছে। তার মরদেহ কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এসে পৌছলে মৃত্যুর খবর শোনে অমিতের মা অজ্ঞান হয়ে পড়ে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল আহমদ তালুকদার, ইউপি সদস্য নাসির মিয়া,পিন্টু রায়,রত্নদীপ দাশ রাজু,অপু আচার্য্য,অর্ণিবান নাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন বাড়ীতে ভীড় জমান। বৃহস্পতিবার রাতেই পারিবারিক শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।
মেধাবী ছাত্র অমিতের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী,নবীগঞ্জউপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধূরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। সকলের প্রিয় অমিতের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আর্শীবাদ ও দােয়া কামনা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply