নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে আজ রোববার ইউনিয়ন পরিষদ নিড়বাচন অনুষ্টিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে।
নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রতি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্ট্রেট,২ জন রিজার্ভ, ৪ প্লাটুন ৮০ জন বিজিবি, প্রতি কেন্দ্রে ১ জন করে পুলিশ,১৩ টি মোবাইল টিম,ষ্টাইকিং ফোর্স ৪ টি,আনসার প্রতি কেন্দ্রে ১৭ জন,২ জন অস্ত্রসহ,র্যাব ১০ জন করে ৬ টিম কাজ করবে। ১৩৩ কেন্দ্রের মধ্য ৪৮ টি ঝুকিপূর্ণ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
Leave a Reply