নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার-কে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন দপ্তর কর্তৃক পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ভূমি অফিসের তহশীলদারগণ বিদায় সংবর্ধনা দেন।
উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান শাহারীয়ার এর সহধর্মিনী ডাঃ তামান্না তানজিন পাফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমান, তহশীলদার মিথুন রঞ্জন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র প্রধান সহকারী আশফাকুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান, নাজির আব্দুল কাইয়ুম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ইং উপ-সচিব ভাস্কর দেব নাথ বাপ্পি জন প্রশাসন মন্ত্রানালয়ের এক আদেশে তাকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
Leave a Reply