নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও আনন্দ নিকেতনের যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দ উল্লাস আর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে আনন্দ নিকেতনের আয়োজনে নববর্ষের সূর্যকে বরণ করা হয়। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে জাকজাকজমকভাবে পালিত বিভিন্ন অনুষ্টানমালার মধ্য ছিল গান নৃত্য,আবৃতি,তবলা,বাঁশিসহ বাঙালিয়ানা বিভিন্ন অনুষ্টান।
দুপুরে উপজেলা মাঠ প্রাঙ্গণে বর্ষবরণ উদযাপন এর আহবায়ক দীপংকর ভট্টাচার্য দেবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন,৷ নবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ,উপজেল ভাইস চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্টানমালায় প্রচুর দর্শকশ্রোতার সমাগম ঘটে।
Leave a Reply