-
- জাতীয়
- নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন
- আপডেট টাইম : May, 8, 2022, 7:20 pm
- 205 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের, সেই মায়ের স্মরণে প্রতি বছরের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরোমে সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন,মা’ নামের শব্দটি এক অক্ষের হলেও পবিত্র ও মধুর । সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের আঁচল। যিনি নিঃস্বার্থে পরম স্নেহ আর ভালোবাসা দিয়ে সন্তানকে আমৃত্যু আগলে রাখেন। বক্তারা পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply