-
- জাতীয়
- নবীগঞ্জ ও জগন্নাথপুর সীমান্তে দু’ গ্রামবাসীর সংঘর্ষ, উত্তেজনা, আহত ২৫
- আপডেট টাইম : January, 21, 2025, 12:18 am
- 31 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের সীমান্তে গরু চুরি নিয়ে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। রাতভর চলা উত্তেজনার পর স্থানীয় প্রশাসন ও এলাকার জনগণের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
ঘটনাটি ঘটে রোববার রাতে।
জানাযায়,জগন্নাথপুর উপজেলার সামারগাঁও গ্রামের মধু মিয়ার একটি গরু চুরি হয়। মধু মিয়া গরুটি খুঁজতে গিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের রাজনগর গ্রামের পাশে সেটি খুঁজে পান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে রাজনগর গ্রামের ফয়সল মিয়া, জুয়েলসহ কয়েকজন যুবক মধু মিয়াকে গরু চোর সন্দেহে আটক করে। মধু মিয়া দাবি করেন, তিনি গরুর মালিক, তবে তারা তার কথা বিশ্বাস করেননি এবং তাকে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার সময় তাৎক্ষণিক গোতগাঁও গ্রামের কয়লকজন ঘটনাস্থলে এসে মধু মিয়ার পক্ষে সাক্ষ্য দেয় এবং জানান, গরুটি তার। এতে রাজনগর গ্রামবাসী ও গোতগাঁও গ্রামবাসীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের প্রায় ২০-২৫ জন আহত হন। তাছাড়া বেশ কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
এই ঘটনায় উভয় গ্রামের মসজিদ থেকে মাইকিং করা হয়, যাতে এলাকার লোকজন সংঘর্ষে প্রস্তুত থাকতে পারে। এতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে এবং রাতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা গ্রামবাসীদের শান্ত থাকার আহ্বান জানান এবং পরিস্থিতি শান্ত করার জন্য প্রচেষ্টা চালান। শেষে রাতের মধ্যে সংঘর্ষ থামানো সম্ভব হয় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
রাজনগর গ্রামের জুয়েল মিয়া জানান,আমরা গরুটি কার জানতে চেয়েছি। এ সময় গোতগাঁও গ্রামের লোকজন আমাদের মারপিট করেছে। গোতগাঁও গ্রামবাসী এ অবিযোগ অশ্বীকার করেন।
গোতগাঁও গ্রামের বিশিষ্ট শালিস বিচারক আব্দুল বারিক জানান,বিষয়টি সমাধানের আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply