নবীগঞ্জ কর্মচারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী আজমলের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাপুরি গ্রামে কর্মচারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অবশেষে মারা গেলেন ব্যবসায়ী আজমল হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই গ্রামের হানিফ উল্লার পুত্র জিতু মিয়া (৩২) তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় আজমল হোসেনকে সিলেটে নিয়ে গেলে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “ছুরিকাঘাতের ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা