নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক তিন আসামী গ্রেফতার

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের ঋণী ভূষণ দাসের ছেলে নিঠু দাস (৩৫), বসন্ত দাসের ছেলে অনুকূল দাস (২৬) ও শ্রী ধরণী দাসের ছেলে প্রাণেশ দাস (৩৭)।

পুলিশ জানায়- বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ, এএসআই রুহুল আমিনসহকারে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সিআর ৭৭৬/২৫ মামলার পলাতক আসামী নিঠু দাস (৩৫), অনুকূল দাস(২৬), ও প্রাণেশ দাস (৩৭) কে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওসি কালাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা