-
- জাতীয়
- নবীগঞ্জ ধান মাড়াই মেশিনে কৃষকের ৩ আঙ্গুল কর্তন
- আপডেট টাইম : April, 17, 2021, 10:04 am
- 279 বার
নবীগঞ্জ সংবাদদাতা :: নবীগঞ্জে ধান মাড়াই মেশিনে প্রীতেশ দাশ(৪০) নামক এক কৃষকের ৩ টি আঙ্গুল কর্তন হয়ে গেছে। কৃষকের বাড়ী উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের রামপুর গ্রামে।
জানা যায়,গতকাল শনিবার রামপুর হাওরে বোরো ধান কাটা শেষে মেশিনে ধান মাড়াই করছিলেন কৃষক প্রীতেশ দাশসহ তার সহযোগীরা। এ সময় অসাবধানতাবশত প্রীতেশ দাশের ডান হাত বেল্টের ভেতর চলে যায়। মুহূর্তেের মধ্যেই তার ৩ টি আঙ্গুল কর্তন হয়ে মাটিতে পড়ে ।
গুরুতর আহত প্রীতেশকে ইনাতগঞ্জে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply