-
- জাতীয়
- নবীগঞ্জ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
- আপডেট টাইম : August, 26, 2020, 12:45 pm
- 312 বার
বুলবুল আহমেদ:: নবীগঞ্জ পৌরসভায় উপজেলা প্রশাসন কর্তৃক বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় রাস্তার দুই ধারে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। তাছাড়া রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি অপরাধে এসময় ১৬ টি মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩৮১০০ টাকা অর্থ দন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়।
উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,পৌর মেয়র সাবির আহমেদ চৌধুরী।
আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন জানান উপজেলায় আজ থেকে এ কার্যক্রম শুরু হল এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply