নবীগঞ্জ পৌরসভা নির্বাচন আর একদিন বাকী-মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী

নবীগঞ্জ সংবাদদাতা : আগামী ১৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভার  ৫ম নির্বাচন । কে হাসবেন বিজয়ের হাসি। এ নিয়ে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ।  তবে সাধারন ভোটারদের সাথে আলাকালে জানা গেছে নির্বাচন হবে ত্রিমুখী।
 নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ জন ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৭ জন কাউন্সিলর মিলিয়ে মোট ৫২ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তবে নির্বাচন হবে ত্রিমুখী এমন ধারনাই করছেন পৌরবাসী।
  গতকাল বৃহস্পতিবার নির্বাচনী শেষ প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিন মেয়র প্রার্থীসহ  ৯টি ওয়ার্ডের সংরতি মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী।
 নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩ প্রার্থীর মধ্যে দুই প্রার্থী দলের মনোনীত হওয়ায় যার যার দলীয় প্রতীক নিয়েই লড়ছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আরেকজন।
মেয়র প্রার্থীরা হলেন,বর্তমান মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ), গোলাম রসুল চৌধুরী রাহেল (নৌকা)  স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুল আলম সুমন (জগ)।
নির্বাচনী শেষ প্রচারনায় গতকাল  মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা বৃহস্পতিবার  সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মী নিয়ে শেষ গণসংযেগ করেন। তারা নিজ নিজ প্রতীকে ভোট প্রদান করতে ভোটাদের প্রতি আহবান জানান।
নবীগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে নারী পুরুষ মিলে ১৮ হাজার ৮ শত ৭৭ জন ভোটার রয়েছেন।
মোট ভোটারের মাঝে পুরুষ ৯ হাজার ১ শত ২২ জন,নারী ৯ হাজার ৭শত ৫৫ জন।
নির্বাচন সৃষ্ট ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা