নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::
নবীগঞ্জ প্রসক্লাবর কার্য নিবার্হী কমিটির সভা ১৮ সপ্টম্বর শনিবার সকাল প্রসক্লাবর অ¯ায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়ছ। নবীগঞ্জ প্রসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমলর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাঃ সলিম তালুকদারর পরিচালনায় এত বক্তব্য রাখন প্রসক্লাবর সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য ও সাবক সভাপতি মাঃ ফখরুল আহসান চধুরী, নির্বাহী সদস্য ও সাবক সভাপতি মাঃ তাফাজ্জল হাসন, নির্বাহী সদস্য ও সাবক সভাপতি এটি এম সালাম, নির্বাহী সদস্য ও সাবক সভাপতি মাঃ সরওয়ার শিকদার, নির্বাহী সদস্য মাঃ রাকিল হাসন, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, এম এ মুহিত প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রসক্লাবর সাবক সভাপতি ও নির্বাহী সদস্য দনিক যুগাÍর নবীগঞ্জ প্রতিনিধি মাঃ সরওয়ার শিকদার, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমানর বিরুদ্ধ ষড়য¿মুলক ভাব মিথ্যা মামলা দায়র তীব্র নিদা জানানা হয়। এবং প্রসক্লাবর উদ্যাগ মিথ্যা মামলা থক তাদরক অব্যাহতি ও প্রত্যাহারর দাবীত্য মানব বন্ধন করার সিদ্ধাÍ নওয়া হয়।
Leave a Reply