নবীগঞ্জ প্রেসক্লাবের উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন ও সম্মাণনা ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ::“নবীগঞ্জ প্রেসক্লাব” সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি আরো জোরদার করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীগঞ্জের সাংবাদিকদের প্রাণের সংগঠন প্রেসক্লাব ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন। আমন্ত্রিত অতিথি আর ক্লাব কর্মকর্তা ও সদস্যগণ নিয়ে এতে যোগ দেয়ায় বনভোজনটি মিলন মেলায় পরিণত হয়।

প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা মৌলভী বাজার রিসোর্ট রাঙাউটিতে বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আড্ডা, হাড়ি ভাঙ্গা খেলাধুলা, মেধা কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন। সেই সাথে ছিলো সকালের নাস্তা, দুপুরে মধ্যাহ্ন ভোজ আর বিকেলে চায়ের সাথে মিষ্টান্ন আড্ডা। আরো ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র আর গান।

‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাব বনভোজন উপ-কমিটির আহবায়ক অলিউর রহমান অলি ও সদস্য সচিব তৌহিদ চৌধুরী সঞ্চালনায় বিভিন্ন ইভেন্ট গুলো অনুষ্ঠিত হয়। বনভোজন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বিটিভি ও বেতারের বৈদেশিক প্রতিনিধি সাংবাদিক মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী শেফু, লন্ডন প্রবাসী সমাজ সেবক শাহ্ মোঃ ছালিক মিয়া, ডিবিসি নিউজ এর গ্রীস প্রতিনিধি মতিউর রহমান মুন্না।

অতিথি ও ক্লাব কর্মকর্তাগণ দুপুরে আনুষ্ঠানিকভাবে বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিকালে আলোচনা সভা ও সম্মানণা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বনভোজন আয়োজন কমিটির আহবায়ক অলিউর রহমান অলি।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিচারক ছিলেন, সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল হিমেল, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি এসআরচৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো: আলাউদ্দিন, মানব জমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, সরওয়ার শিকদার, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এম,এ মুহিত,অর্থ সম্পাদক শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাব বন ভোজন উপ-কমিটির সদস্য সচিব তৌহিদ চৌধুরী, প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, মহিবুর রহমান চৌধুরী তছনু, নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য আবু তালেব, মোঃ মুহিবুর রহমান, কিবরিয়া চৌধুরী, গৌছুজ্জামান চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী, শাহরিয়ার আহমদ শাওন, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, নিজামুল হক চৌধুরী, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, হাসান চৌধুরী, স্বপন রবি দাস প্রমূখ।

বক্তরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা যার সমাজ, দেশ রাষ্ট্রকে ভালোবাসি, দেশের মানুষের সেবায় কাজ করতে চাই তাদের সবার একই পথ। সাংবাদিক সমাজও সেই পথের পথিক। তাই আমাদের সবাইকে একই পথে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সেবায় আরো কাজ করতে হবে। সাংবাদিক সমাজ আর মিডিয়ার কল্যাণে সবার সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। নবীগঞ্জ প্রেসক্লাবের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা এবং সার্বিক সফলতা কামনা করেন।

ক্লাবের কর্মকর্তারা তাদের বক্তব্যে সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও ক্লাবের কর্মকর্তাগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ২০২৪ সালে নবীগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মানের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য নবীগঞ্জ প্রেসক্লাব বন ভোজন উপ-কমিটির পক্ষ থেকে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ¡ ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এবং নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১২ জন সদস্যকে যৌথ সম্মাণনা ক্রেষ্ট প্রদান করেন।

নবীগঞ্জ প্রেসক্লাব বনভোজন উপ-কমিটির আহবায়ক অলিউর রহমান অলি, সদস্য সচিব তৌহিদ চৌধুরী, সদস্য উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, ছনি আহমদ চৌধুরী, মোঃ সাগর আহমদ, অঞ্জন রায়কে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সফল বনভোজন আয়োজন করার জন্য সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.মছদ্দর আলীকে প্রবীন সাংবাদিক হিসাবে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা