নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির সভা ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাবের মধ্যবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ ফখরুল আহসান চৌধুরী, নির্বাহী সদস্য এটি.এম সালাম, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, নির্বাহী সদস্য মোঃ রাকিল হোসেন, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য এম.এ মুহিত প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন নির্বাহী কমিটির সদস্যপদ থেকে ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন জমা দিলে সভায় সর্বসম্মতিক্রমে তাকে নির্বাহী সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
Leave a Reply