নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য্যনিবার্হী কমিটির সভা ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেসক্লাবের মধ্যবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ,যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ ফখরুল আহসান চৌধুরী, নির্বাহী সদস্য এটি.এম সালাম, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, নির্বাহী সদস্য মোঃ রাকিল হোসেন, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য এম.এ মুহিত প্রমুখ। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্য্যকরী কমিটি গঠন ও নির্বাচন পরিচালনা করার জন্য হবিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক শওকত আলীকে সহকারী কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
Leave a Reply