-
- জাতীয়
- নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ৪ সাধারন সম্পাদক পদে ২জন সহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- আপডেট টাইম : December, 19, 2021, 6:55 pm
- 223 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিদন্ধিকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৪জন যথাক্রমে, এম এ আহমদ আজাদ, এম এ বাছিত, রাকিল হোসেন, মুরাদ আহমদ।
সহ-সভাপতি পদে ২জন হলেন, আবু তালেব ও এম এ মুহিত।
সাধারন সম্পাদক পদে ২জন মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু।
যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন তৌহিদ চৌধুরী ও নাবেদ মিয়া। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী।
কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থসম্পাদক মোঃ শওকত আলী।
উল্লেখ্য তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply