উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মহোদয় ২৮ জানুয়ারী বৃস্পতিবার জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষন সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি নবীগঞ্জ-বাহুবল উপজেলাসহ বিভিন্ন উন্নয়নমুলক ১৬ টি দাবীর কথা সংসদে তুলে ধরেন।উন্নয়নমুলক দাবীগুলোর মধ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আইসিটি বিশ্ববিদ্যালয় স্থাপন,স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য স্কুলবাস চালু,নবীগঞ্জ-বাহুবল উপজেলায় দুটি অডিটোরিয়াম স্থাপন,শেখ রাসেল মিনি পার্ক স্থাপন,বাহুবল উপজেলা সদর ও মিরপুর বাজারকে পৌরসভায় উন্নিত করণ,
নবীগঞ্জ ও বাহুবলকে শতভাগ বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা,গুঙ্গিয়াজুরী হাওর, মকার হাওর ও পুবের হাওর প্রকল্প বাস্তবায়ন, বাহুবলের ট্রমা সেন্টার দ্রুত চালু করণ, নবীগঞ্জের প্রবাসী অধ্যুষিত ইনাতগঞ্জে থানা কমপ্লেক্স স্থাপন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরীত বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলসে অবস্থিত বধ্যভূমি সংরক্ষণে উন্নয়ন প্রকল্প গ্রহণ,নবীগঞ্জের গোপলা নদীর উপর ইমামগঞ্জ ব্রিজ নির্মাণ কাজ গ্রহন,
বাহুবল উপজেলা সদরের করাঙ্গী নদীর উপর ব্রিজ নিমার্ণ কাজ গ্রহন, নবীগঞ্জ বাহুবল এলাকায় পল্লীবিদ্যুতের ১৩২/৩৩ কেভি গ্রুীড সাবষ্টেশন স্থাপন,সিলেটের রেজিষ্ট্রারী মাঠটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নাম করণ, ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নিত করণ প্রকল্প গ্রহন, ঢাকা-সিলেট রেল লাইনকে ডাবল লাইনে উন্নিত করণ কাজ বাস্তবায়ন।
Leave a Reply