-
- জাতীয়
- নবীগঞ্জ ভুমি সপ্তাহ উপলক্ষ্যে অনলাইন আলোচনা সভা অনুষ্টিত
- আপডেট টাইম : June, 6, 2021, 4:11 pm
- 251 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ভুমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ৬-১০ জুন ভুুুুমি সপ্তাহ উপলক্ষ্যে ৬ জুন রবিবার বিকালে অনলাইন ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন। এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেরা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যার আবু সাঈদ এওলা মিয়া,মহিবুর রহমান হারুন,নজরুল ইসলাম,জালাল মিয়া,কাওসার তালুকদার,আহমেদ রেজা,জুনায়দুর রহমান,মিথুন রঞ্জন দাশ, গজনাইপুর ইউনিয়নের উদ্যোক্তা প্রমুখ ।
সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন আগামী ১ লা জুলাই থেকে অনলাইনে ভুমি উন্নয়ন কর প্রদান ,পর্চা উত্তােলনসহ ভুমির যাবতীয় কাজ সম্পাদনে সবাইকে অনলাইনে নাম রেজিষ্টেশন করার আহবান জানান এবং ভুমি সংক্রান্ত বিভিন্ন সমস্যামুলক প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply