মতিউর রহমান মুন্না:: নবীগঞ্জ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা ও জনপ্রিয় শিল্পী বাউলিয়ানা দিপু। রোববার রাতে নবীগঞ্জ উপজেলার খনকারিপাড়া গ্রামের একটি অনুষ্ঠানে হাজারো দর্শককে সুরের মুর্ছনায় বিমোহিত করেন তারা। জনপ্রিয় এই দুজন ছাড়াও আরো অনেক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে আব্দুল করিম, শাহ্ সালেহ হক আলম, দুর্বিন শাহ, রাধা রমন দত্ত, আক্কাস দেওয়ান, কুতুব আফতাবের লেখা গান পরিবেশ করেন শিল্পীরা। নাটোরের মেয়ে লায়লা নবীগঞ্জের গীতিকার প্রবাসী কুতুব আফতাবের লেখা গান ‘বন্ধুর দেওয়ানা’, লাগাইলে লাগাও কিনারা’, রাধারমণ দত্তের ‘কলঙ্কীনি রাধা’, আব্দুল করিমের ‘বন্ধু দয়াময়’ সহ বেশ কয়েকটি গেয়ে পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের।
এছাড়াও গান পরিবেশন করেন নবীগঞ্জের ছেলে ‘বাউলিয়ানা দিপু’। বাউল জগতে এখন এক পরিচিত নাম বাউলিয়ানা দিপু। সে উকিল মুন্সির ‘সোয়া চাঁন পাখি, ‘তোমার নাম সপিয়া কান্দে আমার মন’, ‘তুমি রাখো কিবা মারো, এই দয়া করো’ সহ বেশ কয়েকটি গান গেয়ে সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়। দিপু ইতিমধ্যে দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রায়ই বিভিন্ন টিভি চ্যালেনেরর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply