নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ শহর থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধির মটর সাইকেল চুরি হয়েছে।
জানাযায়,গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জে কর্মরত সিলকো ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার নয়ন সরকার নবীগঞ্জ শেরপুর রোডের মা হোটেলের সামনে তার মটর সাইকেলটি রেখে পাশে এটিএম বোতে টাকা উত্তোলন করতে যান।
ফিরে এসে মটর সাইকেলটি আর পাননি। পূর্ব থেকে ওৎপেতে থাকা একটি সংঘবদ্ধ চোরের দল মটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়।
মটর সাইকেল মালিক নয়ন সরকার জানান,অনেক খোঁজাখুঁজি করেও কোথায়ও মটর সাইকেলটির সন্ধান পাননি।
উল্লেখ্য,গত প্রায় ২/৩ মাস ধরে নবীগঞ্জ শহরসহ ইনাতগঞ্জ এবং বিভিন্ন ইউনিয়নের বাজার থেকে মটর সাইকেল চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন স্থানে মটর সাইকেল চুরির খবর পাওয়া। ফলে মটর সাইকেল মালিকদের মধ্য চরম আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানান,উপজেলা জোড়ে মটর সাইকেল চোরের একটি সংঘবদ্ধ চোরের দল রয়েছে। যার ফলে অহরহ তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার প্রশাসনের নিকট এসব সংঘবদ্ধ চোরের দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
Leave a Reply