নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মুখে মাস্ক পরিধান না করায় বিভিন্ন প্রতিষ্টান ও ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত । গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভ’মি) সুমাইয়া মমিন।
এ সময় শহরের হবিগঞ্জ রোড খালিক মঞ্জিল সিএনজি স্টেশনের এলাকায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও অধিকাংশ সিএনজি ও বাসের যাত্রী এবং পথচারীদের মাস্ক ক্রয় করে পরিধান করানো হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভ’মি) সুমাইয়া মমিন মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। অন্যথায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply