সভায় বক্তব্য রাখেন পজিপ কর্মকর্তা শাকিল আহমদ। সভায় পাঁচটি ক্যাটাগরিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে হুসেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রেখেছেন মিলি ধর, সফল জননী নারী নাছিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে উঠে দাড়িয়েছেন মোছাঃ ফাতেহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন শেফালী রাণী দাস।
পরে তাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক জয়িতা কে একটি করে চাদর উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সভায় বক্তাগন বলেন নারীর উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়। বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। নারীরা তাদের অধিকার সচেতন বিষয়ে নিজে থেকেই উদ্যোগী হতে হবে।
নারী পুরুষ বৈসম্ম্যোর দুরী করনের সকলের ঐক্যবদ্ধ প্রয়াষ চালাতে হবে। নারী জাগরনের অগ্রদ্রুত বেগম রোকেয়ার বিকল্প নেই।
Leave a Reply