মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন : চলতি বছরের নভেম্বর থেকেই যুক্তরাজ্যে করোনার টিকা দান শুরু হয়ে যাবে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের একটি গোপন নথির বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান।
ব্রিটিশ সংবাদ পত্রে প্রকাশিত তথ্য অনুসারে, নভেম্বরেই টিকাকরণ শুরু হয়ে যাবে ব্রিটেনে। আর এ জন্য সে দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনেশন কেন্দ্র তৈরি করা হচ্ছে। শুরু হয়েছে স্বাস্থ্য কর্মীদের নিয়োগ। দেশটির জায়গায় জায়গায় মোবাইল ইউনিট পাঠানো হবে।
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, বড়দিনেই প্রতিষেধক নিয়ে বড় খবর দেবে তারা। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জানিয়েছে যে বছরের শেষ মাসের আগেই জন সাধারাণের জন্য প্রস্তুত থাকবে করোনা টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের মুখেও শোনা গিয়েছে বছরের শেষেই আসতে পারে করোনার ভ্যাকসিন। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আর এ সব ইঙ্গিত থেকে মনে করা হচ্ছে নভেম্বরেই মিলতে পারে ভ্যাকসিনের সুখবর।
Leave a Reply