এসটিভি ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়ার পর রোববার সিলেট আসেন শফিউল আলম চৌধুরী নাদেল। তাকে স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভীড় করেন নেতাকর্মীরা।
শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগদানের পর আজ বেলা ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রনজিত সরকার, জুবের খান, আরমান আহমদ শিপলু প্রমুখ।
এদিকে বিমানবন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে হয়রত শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত করতে যান তিনি।
শফিউল আলম চৌধুরী নাদেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার ঢাকায় গিয়ে গণভবনে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর দোয়া নেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওইদিন তিনি সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই কর্মসূচিতে অন্যদের সঙ্গে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন। -সিলেটের সকাল।
Leave a Reply