সুনামগঞ্জ প্রতিনিধি::বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কর্মসূচি ‘লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি)’-এর আওতায় ‘উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের সমন্বয়ে নারী ও শিশু কেন্দ্রিক উন্নয়নে জোরালো ভূমিকা পালন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যে ৫ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আসবাবপত্র ও স্যানিটেশন এর সুবিধা সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিশ্চিত করতে হবে। এছাড়া জেলা প্রশাসক সরকারি টোল ফ্রি নম্বর-৩৩৩ এর সেবার বিষয়ে তৃণমূল পর্যায়ে নারী ও শিশু কেন্দ্রিক প্রচারণার বিষয়ে গুরুত্বারোপ করেন। এলজিসি জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সরুয়ার আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মৃদুল সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, পলাশ ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান বুলবুল, সলুকাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, সিফরডি উপজেলা কো-অর্ডিনেটর বেলাল হোসেন, ঢাকা আহছানিয়া মিশন এর উপজেলা কোঅর্ডিনেটরসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাঁদের জুলাই-সেপ্টেম্বর/২০১৯ খ্রিঃ এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
Leave a Reply