কানাইঘাট প্রতিনিধি ::৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে কানাইঘাট মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সেলাই প্রশিক্ষন কেন্দ্রে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক এক আলোচনা সভা ও নারী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী খাদিজা বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতি রানী দাস, মহিলা অধিদপ্তরের ট্রেইনার বুশরা বেগম, সাজেদা বেগম, সাবেক ইউপি সদস্যা সালমা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্ধেক জনগোষ্টি নারী সমাজের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করে ছিলেন। বঙ্গবন্ধু’র সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যার কারনে নারী সমাজ আজ সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার, শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে নারী দিবসের সকল কর্মসূচী উদযাপিত হবে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে নারীদেরকে সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এছাড়া নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও ১৬-১৮ মাস ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা প্রশাসন চত্তরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Leave a Reply