নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক নিউজ ::গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

আজ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, নুর এখন অনেকটাই সুস্থ আছেন। তবে ট্রমা ও ফ্র্যাকচারের কারণে তিনি এখনও ব্যথা অনুভব করছেন এবং কিছুটা ঘুমের সমস্যা রয়েছে। খুব শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে। পাশাপাশি সাত দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঢামেক পরিচালক আরও জানান, নুরুল হক নুরের চিকিৎসা ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে। চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা