নোয়াখালী প্রতিনিধি ::বৃহস্পতিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট ২০১৯ পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বৃক্ষ রোপণ, দেয়ালিকা উন্মোচন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোবিপ্রবি বিজ্ঞান অনুষদ এর আয়োজনে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসিন, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ ও প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর অংশগ্রহণ করে।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং নোবিপ্রবির অন্যান্য বিভাগ, দপ্তর, অফিস ও শাখার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply