নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স এর শহীদ কনস্টেবল ময়নুল হক হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে নোয়াখালীর সন্তান হিসেবে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য হিসেবে অবদান রাখা ৮৬ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।
Leave a Reply