নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধিঃ “দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্যকে সামনের রেখে নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ পালিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
নোয়াখালী কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে এক বার্ণঢ্য শোভাযাত্রা বের হয়ে নোয়াখালী জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে একাডেমিক প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবস, মেলা, আলোচনা সভা ও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানদের মধ্যে জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার, এডিএম আতিকুল আলম, জেলা কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সহকারি পরিচালক আবু ছালেক, ইসলামী ব্যাংকের ম্যানেজার, আইএমও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিবাসী মেলায় বিদেশ গ্রমন সর্ম্পকে বিভিন্ন কর্মসূচির উপর ২০টি স্টল অংশ গ্রহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা