নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ ‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি-প্রতিধ্বনি’ এ শ্লোগানে নোয়াখালীতে শনিবার বিকেলে আবৃত্তি একাডেমির যুগপুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মাঠে নোয়াখালী আবৃত্তি একাডেমি এ আয়োজন করে। নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা ও যুগ্ন পু্লিশ কমিশনার ( কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ ইলিয়াছ শরীফ এ যুগপুর্তি উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীমা হাসনাত ঝুমুরের সঞ্চালনায় যুগপুর্তি উৎসবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনির।
Leave a Reply