নোয়াখালী প্রতিনিধি;;কক্সবাজার মেডিকেলের ইন্টার্ন চিকিৎসদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে ইন্টার্ন চিকিৎসকরা কর্ম বিরতি দিয়ে বিক্ষোভ করেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে। এ সময় ইন্টার্নদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকগন।
শিক্ষার্থীরা হাসপাতালের সামনে প্রথমে অবস্থান করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শুভ তালুকদার, সদস্য নওশিন নাওয়ার, শান্তনু বণিকসহ অনেকে।
বক্তারা, কক্সবাজারে চিকিৎসকের উপর হামলাকারীদের বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবী জানান। আন্দোলনকারীরা আজ দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালনকরে ।
Leave a Reply