নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় নোয়াখালীর বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার করা হয়েছে।
রোববার বাদ যোহর জেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে মুসল্লিরা ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তেন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বাদ আছর ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামীলীগ কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাদ মাগরিব জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় তার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
Leave a Reply