নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালকে করোনা ভাইরাসে আক্রান্ত এক প্রবাসীর তথ্য পোপন করার দায়ে লকডাউন ঘোষণা করেছে নোয়াখালী জেলা সিভিল সার্জন।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে গণমাধ্যম কর্মিদের এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। তিনি আরও জানান, রাত ১২টা থেকে এ সিন্ধান্ত কার্যকর হয়ে আগামী ১৪ দিন এ হসপিটাল লকডাউন থাকবে।
জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫), করেনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হয়ে ৫০৪ নম্বর রুমে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিন্ত প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রবাসীর স্বজনেরা এ ঘটনার আগেও পরে তথ্য গোপন করায় ওই হসপিটালকে জনগণের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের নিরাপত্তার সার্থে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি খালি করে জীবানু মুক্ত করে সকল চিকিৎসক, নার্স, কর্মচারীদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply