নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বেগমগঞ্জ মডেল থানার সকল পুলিশ সদস্যদের মাঝে করোনা প্রতিরোধে কেএন-৯৫ মাক্স ও গ্লাভস বিতরণ করলেন চৌমুহনী বাজারের ব্যবসায়ী মেসার্স আবুল খায়ের এন্ড আদ্রার্স।
বেগমগঞ্জ সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখের হাতে দুপুরে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন আবুল খায়ের এন্ড আদ্রার্স কোম্পানীর পক্ষে পরিচালক আবুু সুফিান মো আরিফ হোসেন তুহিন ।
প্রত্যেক পুলিশ সদস্যের জন্য ১টি কেএন-৯৫ মাক্স ও দুই জোড়া হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পলিশ সুপার শাহ জাহান শেখ, থানার অফিসার ইনচার্জ হারুন অরু রশিদ চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার সহ থানার পুলিশ সদস্যবৃন্দ ।
Leave a Reply