নবীন,নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু ও নতুন করে ৬০ জন সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩০ জন ও আক্রান্ত -১০৬৯ জন।মঙ্গলবার ৯ই জুন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ৬ ও ৭ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ৮ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
এদিকে নোয়াখালীতে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে ৯ই জুন সকাল থেকে আগামী ২৩শে জুন পর্যন্ত লকডাউনে ঘোষনা দিয়ে গনবিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ন পয়েন্টে টহল
দিচ্ছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। লকডাউন কার্যকরে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের পাশাপাশি সেনা সদস্যরা
বিভিন্ন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ী চলাচল করায় ইতোমধ্যে কয়েকটি গাড়ীকে আটক করা হয়েছে।
এছাড়া জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে লকডাউন কার্যকরে সড়কে ছাত্রলীগের কর্মীদের দেখা গেছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় আশংকাজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৯ জুন ভোর ৬টা থেকে ২৩ জুন রাত ১২টা পর্যন্তলকডাউন কার্যকর থাকবে।
লকডাউন চলাকালে দুই উপজেলা থেকে কোনো মানুষ অন্য উপজেলায় যাতায়াত করতে পারবে না। বন্ধ থাকবে অভ্যন্তরীন সব ধরণের যানবাহন। তবে খাদ্য, ডাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী যানবহন, চিকিৎসক, পুলিশ ও
গণমাধ্যমকর্মীদের বহনকারি যানবাহন চলবে।
এ ছাড়া মুদি দোকান সপ্তাহে দুইদিন রোববার ও বৃহস্পতিবার এবং কাঁচা বাজার সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকাবে। ফার্মেসী খোলা থাকবে জোন ভিত্তিক।
এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ও বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী
জানান , সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ন পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ী চলাচল করায় ইতোমধ্যে কয়েকটি গাড়ীকে আটক করা হয়েছে। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে থাকরে বলে জানান তারা।
Leave a Reply