নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে করোনা ভাইরাসে চাটখিল উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন করে ২৭ জনের করোনা ভাইরাস সনাক্ত ও সুস্থ হয়েছে ১৮ জন।
এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৫১৪ জন জন, মৃত্যু-৫৪ জন ও সুস্থ হয়েছেন ১৪৮০ জন। গত চব্বিশ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-২৫৮ জন, ফলাফল-৮৭ জন। এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-১২৬৩৭ জন, প্রাপ্ত ফলাফল-১২৪৩৬ জন।
রবিবার ১২ই জুলাই বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-৯৬১ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭৫১ জন, বেগমজঞ্জ-৬৯৭জন,চাটখিলে-১৪৯জন,সোনাইমুড়ীতে-১৩৮জন,কবিরহাটে-২৭৯জন,কোম্পানীগঞ্জে-১৫৬ জন, সেনবাগে-১১৫ জন, হাতিয়া-৬৩ জন ও সুবর্ণচরে-১৬৬ জনসহ মোট জেলায়- ২৪৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
Leave a Reply