নবীন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় বেগমগঞ্জ মডেল থানার সৌন্দর্য বর্ধন ’কিছুক্ষন” নামেক পার্কের কাজের উদ্বোধন করেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
এ ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন জানান, থানার ভেতরে পার্ক নির্মাণের উদ্যোগটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। থানায় আগত সেবা প্রত্যাশীরা পুলিশ সম্পর্কে একটি ভালো ধারনা পাবে। পার্কটি থানায় আগত নাগরিকদের বিশ্রাম ও কর্মরত পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রকারের ফুলের গাছ লাগানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার।
Leave a Reply